মেহেরপুরে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা’ শীর্ষক আলোচনাসভা
ং
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ‘জাতির পিতার বাণিজ্য ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। সিনিয়র সহকারী কমিশনার এমএম আরাফাত হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল প্রমুখ।
গাংনীর পাকুড়িয়া গ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ
গাংনী প্রতিনিধি: নারী-পুরুষ বলে বিভেদ নয় আমরা সকলে মানুষ হই মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, নারী-পুরুষ বলে নিজেরা বিভেদ তৈরি না করে আমরা সকলেই মানুষ হই। নারী অধিকার বা পুরুষ অধিকারের কথা না বলে সবাই আমরা একযোগে দেশের উন্নয়নে কাজ করি। সমাজের জন্য কাজ করি। সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করি। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশেষ ১০টি উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলো বাস্তবায়নে কাজ করি। নারীর ক্ষমতায়নের বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা দরকার। আপনারা নিজ নিজ জায়গা থেকে সরকারের নেয়া সকল উদ্যোগকে সফল করতে সহযোগিতা করবেন। গতকাল সোমবার বিকেলে পাকুড়ীয়া কমিউনিটি কোর গ্রুপের লানিং সেন্টার চত্বরে এ জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব, ছাত্রলীগের নেতা ওয়াজ্জেল হোসেন, যুবলীগের নেতা মুক্তারুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।