মেহেরপুর অফিস: মেহেরপুরের আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আমঝুপি ফুটবল মাঠে অনুষ্ঠিত আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং সিলেটের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলার প্রথমার্ধে পেনাল্টির সাহায্যে সেলিম আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরিকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির সেলিম আবারো গোল করে দলকে ২-০ গোলে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মাথায় অতিথি দলের পক্ষে বদলি খেলোয়াড় সুমন ও খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ডের মাথায় ইমরান দর্শনীয় গোল করে খেলায় সমতা ফেরান। খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির গোল রক্ষক লিখন ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন। এর আগে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন ব্যারিস্টার সুমন, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, জাহানারা মেডিকেল ল্যাব অ্যান্ড নার্সিং হোমের স্বত্বাধিকার ডা. মেহেদী হাসান লিটন। প্রীতি ফুটবল খেলা জাহানারা ল্যাব অ্যান্ড নার্সিং হোম পৃষ্ঠপোষকতা করছেন। উপস্থিত ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান আমঝুপি পাবলিক লাইব্র্রেরি ও ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ