পঁচিমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার নবীনগর গ্রামে টেবিল ফ্যানের সাথে গলার চেন পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম (৮০) কুতুবপুর ইউনিয়নের নবীনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইলাহী মণ্ডলের স্ত্রী।
পরিবারের লোকজন জানান, অসাবধানতার কারণ বসতে গিয়ে টেবিল ফ্যানের পাখার সাথে গলার চেন জড়িয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা বৃদ্ধা সাহিদা বেগম। এদিকে অনেকের প্রশ্নের দানা বেধেছে মনে শীতের সময় ফ্যান চালানোতো কোনো কথা নয় নাকি অন্য কিছু। আবার অনেকে অভিমত করে বলেছে দীর্ঘদিন সাহিদা বেগম বিচেনগত অসুস্থ ছিলেন মনের অশান্তিতে কি আত্মহত্যা করলেন। এ বিষয়ে কথা বলা হয় সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলীমের সাথে তিনি জানান, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম, ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা টেবিল ফ্যানের সাথে অসাবধানতার কারণ বসতে হয়তো গলার চেন পেঁচিয়ে শ্বাস নালি বন্ধ হয়ে মারা যান। কারো কোনো অভিযোগ না থাকায় বাদ এশা পারিবারিক কবরস্থান সাহিদা বেগমের লাশ দাফন সম্পন্ন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ