স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন হলে সাহিত্য পরিষদের পার্শ্বে এই আলোচনাসভার আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ভাসানী পরিষদের আহবায়ক লিটু বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মহকুমা ভাসানী ন্যাপের সাবেক সভাপতি আবুল হাসান বিশ্বাস রাঙ্গা মিয়া। বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য শরীফুজ্জামান শরিফ, চুয়াডাঙ্গা মহকুমা ভাসানী ন্যাপের সাবেক সভাপতি অ্যাড. কামরুল আরিফিন, বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক আলাদ্দীন ওমর, কামরুল আবেদীন, অধ্যাপক কাজী আশফাক, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, মোমিনপুর ইউপি সদস্য লুৎফর রহমান, মনিরুজ্জামান লিফটন, আব্দুল হামিদ খাঁন ভাসানীর, জীবনের বিভিন্ন দিকের আলোকপাত করে বক্তব্য দেন। বক্তারা বলেন দেশের বর্তমান সংকটময় মুহূর্তে মজলুম জননেতার প্রতিবাদী ও সংগ্রামী জীবনের আদর্শকে প্রতিফলিক করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
এছাড়া, আরও পড়ুনঃ