স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও ব্রিটিস আমেরিকান টোবাকো কোম্পানির যৌথ উদ্যোগের চাষীদের মাঝে ধান কাটার প্রদর্শনী করা হয়।
গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলার কাশিপুর গ্রামের মাঠে ওই ধান কাটা কাজের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান। খরিপ-২ মৌসুমে জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এরমধ্যে আলমাডাঙ্গায় আবাদ হয়েছে প্রায় ১২ হাজার হেক্টর। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার খরচ তুলনামূলক কম বলে মনে করেন কৃষিবিদরা। উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, ঝিনাইদহ লীফ রিজিওনের ম্যানেজার মাজেদুল হক খান, এরিয়া ম্যানেজার মুসফিকুর রহমান, এইও সারোয়ার আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহীন রাব্বি ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়েছে। তাই সরকার (৫০% ভর্তুকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। যা দিয়ে অতিঅল্প সময়ে কৃষক ধান ঘরে উঠাতে পারবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান জানান, এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর। এ ছাড়াও ধান কাটা, মাড়াই, ঝাড়া, ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে। এক একরের জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। তাই অতি অল্প সময় ও কম খরচে কৃষক তার ধান ঘরে উঠাতে পারবে।
এছাড়া, আরও পড়ুনঃ