চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে মাস্ক ব্যবহার না করায় ২২ জনের জরিমানা
ডিঙ্গেদহ প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার জন্য চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল শনিবার বেলা ১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। এ সময় বাজারের প্রধান সড়কে চলাচলকারী বাস, মটর সাইকেল আরোহী, অটোরিক্সাসহ সকল পথচারীদের মাস্ক ব্যবহার করছে কি-না পরীক্ষা করা হয়। এ সময় মুখে মাস্ক না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ এর ২৪(১) ধারায় ৫টি মামলায় ২২ জনকে জারিমানা করেন আদালতের বিচারক। জরিমানার পাশাপাশি মাস্ক ব্যবহারের জন্য সকলকে উৎসাহিত করা হয়। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস অফিসার ইব্রাহিম হামিদ শাহিন, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম, সহযোগিতায় ছিলেন মোবাইল কোর্টের পেশকার সোবহান আলী।