স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৩৫ জন। গতকাল একজনও সুস্থতা পাননি। ফলে গতদিনের মতোই মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪শ ৩৪ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ গতকাল বৃহস্পতিবার মোট ১৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে। এর মধ্যে ১৮জনের নেগেটিভ হলেও পজেটিভ হয়েছে একজনের। তিনি আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের বাসিন্দা। মোট আক্রান্তের মধ্যে সুস্থ ১ হাজার ৪শ ৩৪ জনের মধ্যে বাকি যে কজন তাদের হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১২ জন। বাড়ি তথা হোম আইসোলেশনে রয়েছেন ৩৯ জন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ৪১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শীতের মধ্যে করোনা ভাইরাসের প্রার্দুুভাব বাড়তে পারে আশঙ্কায় বার বারই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। চুয়াডাঙ্গা প্রশাসনও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করেছে।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে প্রায় ১১ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
এছাড়া, আরও পড়ুনঃ