মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ। তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ৪৮ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রেখেছেন।
অধ্যাপক রফিকুল ইসলামের ভাই মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানের পিএস শাহিন ইকবাল জানান, গত বুধবার রাত থেকে হঠাৎ করে তার খাদ্যনালীতে সমস্যা দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ডাক্তার তাকে ঢাকা রেফার্ড করেন। এদিন বিকেলের দিকে হেলিকপ্টারযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলামকে ঢাকায় নেয়া হয় এবং ঢাকার ল্যাব এইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাতে ল্যাবএইড হাসপাতালে তার চিকিৎসা চলছিলো। তার দ্রুত সুস্থতায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছ দোয়া চাওয়া হয়েছে।