জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদের মাসিক সমন্বয়সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি। সভায় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সরকারি কাজে গতিশীলতা আনতে সরকারি কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি, সরকারি সম্পদ সুরক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করণ, করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারমান শেখ শফিকুল ইসলাম মোক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিসেন চন্দ্র পাল প্রমুখ বক্তব্য রাখেন।