জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলার জিকে খালপাড়ের এক বাড়িতে হানা দিয়েছে ডাকাতদল। রোববার মধ্যরাতে একদল ডাকাত বাড়িতে লুটপাট চালায়। তারা গৃহবধূর কান থেকে একজোড়া সোনার দুল খুলে নেয়। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে সটকে পড়ে ডাকাতদল।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত সবেদ আলীর ছেলে কৃষক খবির উদ্দিন জিকে সেচখালের পাড়ে বাড়ি করে বসবাস করে আসছেন। তিনি জানান, গত রোববার দিনগত রাত ১২টার দিকে কুকুর ঘেউ ঘেউ ডাকে ঘুম ভেঙে যায়। এ সময় ছেলে সাহেব বাইরে টর্চলাইট জ্বালানোর সাথে সাথে ডাকাতরা গালাগালি দিয়ে আমাদের ওপর হামলে পড়ে। তারা আমার পুত্রবধূ জোছনার কান থেকে একজোড়া দুল ছিঁড়ে নেয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে জামজামি ফাঁড়ি পুলিশের এসআই মমরেজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ