যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে প্রবাসী বাঙালিদের মধ্যেও উৎসাহের কমতি নেই। এ দেশ থেকে যে সকল তারকারা যুক্তরাষ্ট্রে প্রবাসী হয়েছেন তারাও বেশ উৎসাহ নিয়ে ফলের জন্য অপেক্ষা করছেন। তবে রিচি সোলায়মান ফলের জন্য চূড়ান্ত অপেক্ষা করলেন না। জো বাইডেনকে নিজেদের প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়ে দিলেন।
নিজের ফেসবুক হ্যান্ডেলে জো বাইডেনের দু’টি ছবি পোস্ট করেন রিচি। একটি তে জো বাইডেন একা, অন্যটিতে স্ত্রীসহ বাইডেন। রিচি লিখেছেন, ‘অভিনন্দন আমাদের প্রেসিডেন্ট।’ রিচির পোস্টেও অনেকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন তবে কেউ কেউ বলছেন আরেকটু অপেক্ষা করতে হবে।
বেশ কয়েক বছর হলো যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে বাস করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রিচি সোলায়মান। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি রাশেকুর রহমান মালিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। শুরুতে ঢাকা টু নিউইয়র্ক যাওয়া-আসার মধ্যে ছিলেন তিনি। তারপর একদিন উড়াল দিলেন স্বামীর কাছে। নিজের মতো করে সংসার সাজাতে কোন মেয়ে না চায়! তারপর বেশ কয়েক বছর হয়ে গেল স্বামী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে রিচির সেখানে সুখের। সংসার। কিছুদিন আগেই চলচ্চিত্র প্রযোজনা ব্যবসায় নামার ঘোষণা দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রিচি সেসময় বলেছিলেন, ‘সবকিছু গুছিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনা শুরু করব। এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করব, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’
পূর্ববর্তী পোস্ট
ভারতের স্টার প্লাস, স্টার জলসাসহ ৭ চ্যানেলের বাংলাদেশে প্রদর্শন অনিদৃষ্টকালের জন্য বন্ধ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ