মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাকিকে (৩৬) আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বাকি মোহাম্মদপুর গ্রামের হুদার ছেলে। মেহেরপুর ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে এদিন গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে মো. বাকেরুল ইসলাম ওরফে বাকিকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ