দর্শনায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় আনোয়ারুল ইসলাম বাবু
এলাকাবাসীর লালিত স্বপ্ন দর্শনার উন্নয়ন বাস্তবায়ন করতে হবে
দর্শনা অফিস: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দর্শনা উন্নয়ন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা পুরাতন বাজার মোড়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। এসময় তিনি বলেন, দর্শনার উন্নয়ন এখন মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। অচিরেই দর্শনাকে উপজেলায় রুপ দিতে হবে, ঘোষণা দিতে হবে পূর্ণাঙ্গ স্থলবন্দরে। মনে রাখতে হবে এ দাবিপূরণ দর্শনাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সভায় আক্তার খান শান্তির সভাপতিত্বে আলোচনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, সদর উপজেলা সভাপতি আশরাফুল আলম, দামুড়হুদা উপজেলা সভাপতি আতিয়ার রহমান তেলা, জীবননগর উপজেলা সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। উপস্থাপনা করেন সালাউদ্দিন।