স্টাফ রিপোর্টার : ‘খেলা দেয় সুস্থ্য দেহ, সুস্থ্যমন , ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এ শ্লোগানে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন খেলা-২০২০ শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন গ্রাউন্ডে খেলার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও সহ-সভাপতি আব্দুল খালেক বক্তব্য রাখেন। উদ্বোধন অনুষ্ঠানে সাবেক সভাপতি মুন্সী মো. শাহজাহান মুকুল ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, রফিকুল আলম রান্টু, তালিম হোসেন, ফজলে রাব্বি সাগর, নাজমুল হাসান লাভলু, আফজালুল হক, আসলাম উদ্দিন, তানিয়া লাঞ্চ, হেমায়েত উল্লাহ বেল্টু, মানি খন্দকার, জালাল উদ্দিন ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার বলেন,দীর্ঘদিন ধরে বারে ব্যাডমিন্টন খেলা হয়ে আসছে। মানুষের সুস্থ দেহ সুস্থ মন রাখতে হলে খেলাধুলা করতে হবে। ক্রিকেটের কারণে সারা বিশ্ব বাংলাদেশকে চিনেছে। ব্যাডমিন্টনেও এমনি খেলোয়াড় তৈরী হোক যেন সারা বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
এছাড়া, আরও পড়ুনঃ