বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত নবীছদ্দিন মোল্লার ছেলে বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান বাবুল মোল্লা গতকাল বুধবার ভোরবেলা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে………রাজিউন)। পারিবারিক সূত্রে জানাযায়, বেশকিছু দিন আগে তিনি স্টোক করে প্যারালাইজড হয়ে পড়েন। পরে কিডনিতেও সমস্যা দেখা দেয়। গতকালই দুপুর ২টার দিকে বাজার জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। সদালাপী বাবলু মেম্বার এলাকার সকলের নিকট খুবই একজন পরিচিত এবং প্রিয় মুখ ছিলেন। তার মৃত্যুতে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।