বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রি-দলীয় বেগমপুর কোলনীপাড়া ক্রিকেট টুর্নামেন্টোর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দূরন্ত একাদশ বনাম বেস্ট ইলেভেন সুপার কিং একাদশ। খেলায় দূরন্ত একাদশ ৪ ইউকেটে জয়লাভ করে। আ.লীগ নেতা বেগমপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী শরিয়তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তার হোসেন, বেগমপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আসলাম উদ্দিন ও আ.লীগ নেতা মোখলেছুর রহমান। এসময় শরিয়ত বলেন, মাদককে না বলি, খেলাধূলায় মনোনিবেশ করি এ সেøাগানকে সামনে রেখে যুবসমাজের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্যই আজকের এ আয়োজন। আগামীতে আরও খেলাধূলার আয়োজন করার পরিকল্পনা আমার রয়েছে। খেলা পরিচালনা করেন আবুসাইদ ও তুহিন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ