মেহেরপুর অফিস: মেহেরপুরের প্রযোজনা ও পরিচালনা প্রতিষ্ঠান ‘টিএইচএফ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএইচএফ’র উপদেষ্টা আনোয়ারুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘টিএইচএফ’র চেয়ারম্যান তানজিমুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামীম হাসান, আতাউর রহমান, আশাবুল মণ্ডল, আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন ‘টিএইচএফ’র ব্যবস্থাপক শামীম হাসানসহ ‘টিএইচএফ’র অভিনেতা ও কলাকুশলীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মেহেরপুরের প্রয়াত গুণীজন ও নাট্যজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে টিএইচএফ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।