অতিরিক্ত দামে আলু বিক্রি : দু’ব্যবসায়ীকে দণ্ড
বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের আরও পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা
সরোজগঞ্জ প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় চুয়াডাঙ্গায় দু’ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মূল্য তালিকা এবং বিএসটিআই’র অনুমোদন না থাকাসহ বিভিন্ন অপরাধে আরও পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দেখা যায় কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে আলু বিক্রি করছে। সরকারি নির্দেশনা না মেনে তারা বেশি দাম নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বিষয়টি প্রমাণিত হওয়ার পর বাজারের আলু ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫ হাজার টাকা এবং অপর ব্যবসায়ী বাবলু মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় নুর স্টোরের মালিক নুরুল ইসলামকে এক হাজার, অধিকারী ট্রেডার্সের মালিক সুকুমার অধিকারীকে দুই হাজার, নুরু ট্রেডার্সের মালিক নুরুল ইসলামকে এক হাজার, বিএসটিআই অনুমোদন না থাকায় ‘বিয়ের সাজ’ দোকান মালিক শামিমকে ১০ হাজার টাকা এবং বিভিন্ন অপরাধে ওহিদ স্টোরের মালিক ওহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, উপজেলার নাজির সোবহান ও সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য।