বারাদি প্রতিনিধি: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে আলগামন উল্টে ওয়াজেদ আলী (৪৫), রহন (৪০) ও মহিদুল (৪৪) নামের ৩ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার সকালের দিকে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াজেদ আলী মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রামের আকছেদ আলীর ছেলে, রহন একই গ্রামের সুরাপ আলীর ছেলে এবং মহিদুল ইংরেজ আলীর ছেলে।
জানা গেছে, ওয়াজেদ আলী তার আলগামনে অপর দুইজনকে সঙ্গে নিয়ে বারাদি যাবার সময় রাজনগর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে আলগামনটি রাস্তার ওপর উল্টে পড়ে চালক ও দুই আরোহী আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।