জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার প্রথম নির্বাচিত মহিলা কমিশনার ও জীবননগর ডিগ্রি কলেজের অফিস সহায়ক শাহানারা খাতুন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। গত সোমবার রাতে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, নতুন তেঁতুলিয়া গ্রামের মৃত সদর আলীর মেয়ে শাহানারা খাতুন জীবননগর ডিগ্রি কলেজের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। তিনি জীবননগর পৌরসভার ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ড হতে প্রথম নির্বাচিত কমিশনার। দু’ কন্যার জননী শাহানারা গতকাল রাতে অন্যান্য দিনের মতো স্বাভাবিক অবস্থায় ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।
এদিকে শাহানারা খাতুনের আকস্মিক অকাল মৃত্যুতে জীবননগর পৌরসভার পক্ষে মেয়র জাহাঙ্গীর আলম ও জীবননগর ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ আলী আখতার গভীর শোকপ্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।