চুয়াডাঙ্গায় ভোট কেন্দ্রে সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার পরিচয় প্রদানকারী আরিফুল ইসলাম নামে এক ভুয়া সংবাদিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অর্থদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন। আরিফুল ইসলাম (২৭) সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন জানান, আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি সড়াবাড়িয়া ভোট কেন্দ্রে ঢুকে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে। পরে সে ভুয়া সাংবাদিক প্রমাণিত হলে সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে তাকে দণ্ডবিধির ১৮৭ ধারায় ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেয়া হয় বলেও জানান তিনি।
একটু ভুল হয়েছে ৫ টাকা নাকি ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।