আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সন্তান অধ্যাপক নাজমুল হক পানু এ পূর্নাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার এ সংক্রান্ত অনুমোদিত কমিটির চিঠি সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির হাতে হস্তান্তর করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ২৫(৭) ধারা মোতাবেক কৃষকলীগ আ.লীগের সহযোগী সংগঠন। সভাপতি শেখ হাসিনার সাথে পরামর্শক্রমে কৃষকলীগের নব-নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।
এতে আরো বলা হয়, নব-নির্বাচিত সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতীয় কৃষকলীগকে আরো সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী করবেন।
গত বছরের ১৬ নভেম্বর কৃষকলীগের সম্মেলনে সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত হন।