রোবববার নমুনা নেয়া ২২ জনের একজনও করোনা আক্রান্ত নন : সোমবার নতুন নমুনা দিয়েছেন ২৫ জন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার ২২ জনের নমুনা পরীক্ষায় একজনেরও পজিটিভ পাওয়া যায়নি। গত রোববার এ ২২ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর লাবে প্রেরণ করা হয়। গতকাল সোমবার নতুন ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬২ জন। এদের মধ্যে ১২ জন হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। বাকি ৩৮ জন রয়েছেন বাড়ি। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্র জানিয়েছে, এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪শ ৮২ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৩শ ৮২ জন। মারা গেছেন ৩৮ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন মোট ৬২ জন। চুয়াডাঙ্গা জেলায় গত কয়েক মাসের তুলনায় চলতি মাসে সংক্রমণের হার হ্রাস পেয়েছে। তবে গত বৃহস্পতিবার থেকে রোববার পাওয়া রিপোর্টে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা কম হলেও ঊর্ধ্বমুখি হয়ে ওঠে। এরই এক পর্যায়ে রোববার সংগ্রহ করে পরীক্ষা করা নমুনার একজনেরও করোনা শনাক্ত না হওয়ার খবর কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়ে উঠেছে। যদিও করোনা শনাক্তের সংখ্যা হ্রাস পেলেও তা সমাজে বিদ্যমান। ফলে স্বাস্থ্য বিধি না মানলে বড়ধরণের ক্ষতি হতে পারে। গতকাল মন্ত্রী পরিষদও সকলকে মাস্কপরাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে। আসন্ন শীতে করোনা সংক্রমণের হার বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা বারবারই জানাচ্ছে।