চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে নারী নির্যাতন ধর্ষণ ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ
মাথাভাঙ্গা ডেস্ক: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লেøাগানে নারী নির্যাতন ধর্ষণ ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের আয়োজনে গতকাল শনিবার চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। করোনায় লকডাউন, মাদক ও মিডিয়ায় প্রচার এর অন্যতম কারণ। সমাজ থেকে নারী নির্যাতন, ধর্ষণসহ সকল অপরাধ দমনে পুলিশের প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা। একসময় সাধারণ মানুষ পুলিশকে ভয় পেতো। এখন বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। বক্তারা আরও বলেন, আপনাদের এলাকার বিভিন্ন অপরাধীর তথ্য গোপনে বিট পুলিশ কর্মকর্তাকে জানান। আপনার পরিচয়ও কেউ জানতে পারবে না, একইসাথে সেই অপরাধীও আাইনের আওতায় আসবে। তাহলে সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে। বক্তারা বলেন, দেশে উন্নয়নের এমন বিস্ময়কর গতি অব্যাহত রাখতে টেকসই আইন-শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তার জন্য প্রয়োজন আইন-শৃঙ্খলা কার্যক্রমের সাথে জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা। পুলিশপক্ষে জনমুখী ও জনবান্ধব করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা হচ্ছে। এসব কার্যক্রম পুলিশের প্রতি জনগণের আস্থার সঙ্কট কাটিয়ে পুলিশ-জনতা সম্পর্কন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার প্রত্যয়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ১ ও ২নং বিট পুলিশের আয়োজনে শহরের সুমিরদিয়া নীলার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য খায়রুল ইসলাম সংশ্লিষ্ট বিট পুলিশিং কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম। চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর অপারেশন গাজী শামীমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর, সেকেন্ড অফিসার এসআই একরাম হোসাইন, এসআই জসিম উদ্দিন, এসআই শামীমুর রহমান, এসআই হাসানুজ্জামান, এসআই মাসুম বিল্লাহ প্রমুখ।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চত্বরে শঙ্করচন্দ্র ইউনিয়ন ৮নং বিট পুলিশিং কমিটি এ সমাবেশের আয়োজন করেন। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ও ৮নং বিট পুলিশিং কমিটির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শওকত মাহাম্মুদ, পল্লী উন্নয়ন সংস্থা পাস-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক ইলিয়াস হোসেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক রোকসানা, মুসলিমা, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আত্তাব আলী, আবু হামজালা প্রমুখ।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে ক্যাম্প ইনচার্জ তাপস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। দর্শনা থানার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাব্বুর রহমান কাজল, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শাহানাজ পারভীন, শেফালী পারভীন, মীর মফিজ উদ্দিন, দোস্ত বাজার কমিটির সভাপতি আব্দুল বারি বিশ্বাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্প টুআইসি সবেদ আলী, ডাক্তার কামাল হোসেন, ইউপি সদস্য আলী কদর, আবুসালেহ, জিল্লুর রহমান, যুবলীগ নেতা এনামুল হক বিশ্বাস, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন মাস্টার।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়। সভাপতিত্বে করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম, এসআই ইকবাল আহম্মেদ, এএসআই মেহেদী মাসুম, কুতুবপুর ক্যাম্প ইনচার্জ এএসআই বশির আহম্মেদ, শুম্ভুনগর ক্যাম্প ইনচার্জ এএসআই আলিম হোসেন, ইউপি সদস্য মিলি ইয়াসমিন, মালেকা খাতুন, রিনা পারভীন, মোখলেচুর রহমান প্রমুখ।
গড়াইটুপি প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ও গড়াইটুপি বিট পুলিশের কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিতুদহ বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন প্রফেসর রিপন হোসেন। বক্তব্য রাখেন তিতুদহ ক্যাম্পের আইসি এসআই সাজ্জাদ হোসেন, অন্যদিকে গড়াইটুপি বিট পুলিশিং কার্যালয়ের সমাবেশে সভাপতিত্ব করেন রাতুল হাসান। উপস্থিত ছিলেন এসআই মাহমুদুল হাসান মিন্টু, এএসআই হারুন অর রশিদ, গড়াইটুপি বাজার কমিটির সেক্রেটারি ফারুক হোসেন চান প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা পৌরসভার ২নং বিট পুলিশ কার্যালয়ে এ বিট পুলিশিং সমাবেশের আয়োজন করে। আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। হাফিজুর রহমান জীবনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, কাউন্সিলর আলাল উদ্দীন আহমেদ, আলী আজগর সাচ্চু, আব্দুল গাফফার, মতিয়ার রহমান ফারুক, জাহিদুল ইসলাম, কল্পনা খাতুন, বিট অফিসার এসআই সিদ্ধার্থ ম-ল, এসআই কামরুল ইসলাম ও এসআই সুফল।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা মুন্সিগঞ্জের ১০নং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি ও বিট পুলিশিং কর্মকর্তা এসআই আসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, শাহার আলী, আব্দুল হান্নান মাস্টার প্রমুখ। এছাড়া মোমিনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ৬নং বিট পুলিশিং কর্মকর্তা এসআই ভবতোষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গাংনীতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় গাংনী বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ অফিসার ওসি তুহিনুজ্জামান। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন পুলিশের বিট অফিসার বড় গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সাইদুজ্জামান। বিষেশ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা সিনিয়র সহকারী জজ তরিকুল ইসলাম, আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, মুন্সি ইমদাদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সি মজিবুল হক, বজলুর রহমান, আব্দুল খালেক, ইউপি সদস্য আতিয়ার রহমান, কলিম উদ্দীন, মজিবুল হক, সেলিম উদ্দীন, মাসুম আলী, নাজমিন নাহার নেহিমা খাতুন, শ্রী তপন কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নান্দবার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ন কবীর টুলু ।
জামিজামি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা জামজামিতে বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদ রানা। জামজামি ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি রতন শাহ’র উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য শ্রী তপন কুমার বিশ্বাস, জামজামি ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, জামজামি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম, টুআইসি এএসআই আনিচ, জামজামি বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম শওকত বকুল, স্কাইল্যাব ক্যাবল টিভি আব্দুল আলিম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আবু মুছা, যুগ্ম-আহ্বায়ক লাল্টু রহমান, মাস্টার শহিদুল ইসলাম, সাহা ট্রেডার্সের বিজয় সাহা, খয়বার মেম্বার, আসমান আলী মেম্বার, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মোছা. মমতাজ খাতুন, ঘোষবিলা হাইস্কুল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মোছা. আরেফিনা আক্তার প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর শহরের ৩টি পয়েন্টে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেমনগর, ঈশ্বরচন্দ্রপুর ও দক্ষিণচাঁদপুরে এ সমাবেশের সভাপতিত্ব করেন দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, এসআই আহম্মদ আলী এবং এসআই খান আ. রহমান। আলোচনা করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান, ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, আম্বিয়া খাতুন ফুট্টরি, কাউন্সিলর মঈনুদ্দিন মন্টু, হাসান খালেকুজ্জামান, আ.লীগ নেতা মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, জহির রায়হান, সাংবাদিক হানিফ ম-ল, সোলায়মান কবির, ফয়সাল, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন নফর, আ.লীগ নেতা নেফাউর রহমান মন্টু, হবা জোয়ার্দ্দার, সিরাজুল ইসলাম, হায়দার আলী, হাবিবুর রহমান, মঞ্জুরুল ইসলাম, মহিদুল ইসলাম, নজরুল ইসলাম, এএসআই আ. কুদ্দুস, মহিউদ্দিন, মোমিনুর রহমান প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা সদর ইউনিয়নের ৫নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিনের সঞ্চালনায় সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী আব্দুল কাদির। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি সদস্য আবু সাইদ, মুনছুর আলী, লুৎফর রহমান, আসাদুল হক, সাবেক ইউপি সদস্য ইছা হক, আওয়ামী লীগ নেতা সুবহান ম-ল, সাইদুর রহমান টোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ। এছাড়াও দামুড়হুদাসহ নতিপোতা, জুড়ানপুর ও হাউলী ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়ন পরিষদ হলরুমে এসআই মাজহারুলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করিম ইনু। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ হাবিবুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, দৈনিক মাথাভাঙ্গার কুড়–লগাছি প্রতিনিধি হাসমত আলী। কুড়ুলগাছি ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সকল ওয়ার্ড আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ২ শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে বিট পুলিশিং সমাবেশ প্রাণবন্ত রূপ নেয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসমত আলী।
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ৩নং বিট পুলিশিং কার্যালয় ইউপি হলরুমে অনুষ্ঠান শুরু হয়। কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান, সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা শওকত আলী। এসময় উপস্থিত ছিলেন আশাবুল হক আশা, আব্দুল হান্নান, সমির, শহিদ বিশ্বাস, ইউপি সদস্য আব্দুল হাকিম, মুকুল মোল্লা, মন্টু, মনিরুজ্জামান বিশ্বাস, আসাদুজ্জামান, সিরাজুল ইসলাম, ইয়াসমিন খাতুন, ভগু, শিক্ষক মনিরুজ্জামান, জেসমিন আর, প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, বাজার দোকান মালিক সমিতির সভাপতি এমদাদুল হক ইমন, ইউনিয়ন কৃষকলীগের ও বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম-সম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দফতর সম্পাদক বখতিয়ার খলজি বকুল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন এসআই আতিকুর রহমান জুয়েল।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আবু রাসেল, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম আকমান, মনোহরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম রসুল। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কুড়োন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদু রহমান মাসুদ, আওয়ামী যুবলীগের সভাপতি আদিলুল করিম, সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল হাসান আকিবসহ জীবননগর থানার এসআই, এএসআইসহ মনোহরপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সকল ওয়ার্ড আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী, ইমাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উপচেপড়া নারী পুরুষের ভীড় সামলাতে আইন-শৃঙ্খলা রক্ষার ভূমিকা রাখেন পুলিশ সদস্য ইউনিয়ন পরিষদ দফাদার ও চৌকিদারবৃন্দ। ১০নং মনোহরপুর ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্ব পালন করবেন এসআই তাইফুুজ্জামান ও এএসআই হাবিব। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এসআই বাবুল ইসলাম।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়ায় ৫নং বিট পুলিশের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন হলরুমে আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, ইউপি সদস্য শেখ মাফিজুর রহমান, সদস্যা মিনুয়ারা খাতুন, ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুস সত্তার, শেখ রেজাউল হক রেজা প্রমুখ। অন্যান্যদের মধ্যে শেখ সামাদুল ইসলাম, আবুল কাশেম, শেখ হারেজ আলী, সাবেক ইউপি সদস্যা আছিয়া খাতুনসহ নারী ও পুরুষ সমাজকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাস বিশ^াসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর থানার সাব ইন্সপেক্টর আনিচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ ও হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জালাল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও হাসাদাহ পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, হাসাদাহ ইউপি সচিব আসাদুর রহমান আসাদ, প্যানেল চেয়ারম্যান সন্টু, ইউপি সদস্য আমির হোসেন ঝুলু, কবির আহম্মদ, সানফ্লায়ার কিন্ডারগার্ডেনের সভাপতি রেজাউল হক ডাবলু, আওয়ামী লীগ নেতা আবজালুর রহমান চুন্নু প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বাজার প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী। সদর থানা ওসি শাহ দারা খানের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, শ্যামপুর বিট ইউনিট পুলিশের ইনচার্জ শরিফ হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মক্তব বিশ্বাস, গোপালপুর ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা জাহাতাব আলী, শ্যামপুর ইউনিট সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আলাল উদ্দিন, রবিউল ইসলামসহ শ্যামপুর বিট ইউনিট এলাকার অভিভাবক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে পৌরসভার ১, ৮ ও ৯ নং ওয়ার্ডের ১নং বিট পুলিশের আয়োজনে মেহেরপুর সদর থানার এসআই মো. সুরুজ, সদর ফাঁড়ির এসআই তৌহিদ ও এএসআই এনামুলের নেতৃত্বে মেহেরপুর গেট প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের কলেজ মোড়ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধকল্পে সচেতনতামূলক উঠান বৈঠকের আলোচনাসভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ডলার, মহিলা কাউন্সিলর হামিদা খাতুন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সভাপতি নুর ইসলাম সুবাদ, আমদহ ইউপির ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি রওশন আলী টোকনসহ পৌরসভার ১, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসী।
বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের বাড়াদি ইউনিয়নের মোমিনপুর মাধ্যমিক বালিকায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বালিকার বিদ্যালয়ের প্রাধান শিক্ষক জাব্বারুল ইসলামের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। এছাড়া উপস্থিত ছিলেন বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী, আরমান মেম্বার, মুর্শিদকুলি মেগা, বেলাল হোসেন মানিক, কিবরিয়া, সোহেল রানা, জাকির হোসেন, লিটন, সাইদুর রহমান ও বারাদী ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী রেবেকা খাতুন প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলার আ¤্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণে স্বরসতি খালের পাশে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন মুজিবনগর থানার ওসি হাশেম আলী। বিট পুলিশিং ক্যাম্পের ইনচার্জ এস.আই মোমিনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব হোসেন, মি. দিলীপ মল্লিক, নারগিস আক্তার, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দীন, ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি অলিভিয়া মল্লিক, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান তুহিন, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এপিপি অ্যাড. সিরাজুল ইসলাম।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিট পুলিশিংয়ের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর থানার এস.আই আবুজার গিফারী।
হরিণাকু-ু প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকু-ুতে পৌরসভার তিনটি বিট পুলিশসহ আট ইউনিয়নের বিট পুলিশ কার্যালয়ে সমাবেশে আয়োজনে করা হয়। থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও বিট অফিসার এসআই বিশ্বজিৎ পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (হরিণাকুণ্ডু শৈলকুপা) সার্কেল আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র শাহীনুর রহমান রিন্টু। এ সময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী ফারুক হোসেন, প্যানেল মেয়র খায়রুল ইসলাম, নারী সমাজকর্মী ললিতা কর্মকার, মাজেদা খাতুন। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর শুভঙ্কর বিশ্বাস, আনিচুর রহমান লিটন, তৌফিকুল ইসলাম।