স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় মেয়র বলেন, আমি দায়িত্ব নেয়ার পর পৌর এলাকার প্রতিটি উন্নয়ন কাজ হয়েছে উন্নতমানের। এর অন্যতম কারণ আমরা প্রতিটি উন্নয়ন কাজ স্ব স্ব এলাকাবাসীর সাথে পৌর পরিষদ যৌথভাবে বুঝে নিয়েছেন। আমরা অন্যের করা কাজকে নিজের নামে চালায় না। মিথ্যা প্রচার করি না। চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলের টেন্ডার হয়ে গেছে। সেখানে নয়তলা মার্কেট নির্মাণ করা হবে। কিন্তু একটি মহল প্রচার করছে তারা মেয়র হলে ওই মার্কেট করা হবে। যেটা পুরোপুরি মিথ্যা কথা। আপনারা কারো মিথ্যা কথায় ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা দেখে শুনে, বুঝে সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, এ কাজ ভালো হলে এর সুফল ভোগ করবেন আপনারা। কারণ এটি ব্যবহার করবেন আপনারা। তাই কাজগুলো বুঝে নিবেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শাহিনা আক্তার, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার তেতুল, শুকুর আলী, নূর ইসলাম, আব্দুল হাকিম, ওয়াজ আলী, মিলন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ