আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদকব্যবসায়ীর ৬ মাস ও সহযোগীর ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকায় মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে আলমডাঙ্গা থানার এস আই শফিক ঘটনাস্থলে অভিযান চালায়। ওই সময় বেলগাছি গ্রামের সাহেব আলীর ছেলে মাদকবিক্রেতা অল্টুকে (২২) অ্যালকোহলসহ ও সহযোগী একই গ্রামের শুকুর আলীর ছেলে মাদকাসক্ত কাজল আলীকে (১৮) আটক করে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ী ওল্টুকে ৬ মাসের ও মাদকাসক্ত কাজলকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।