স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় খাদ্যে বিষাক্ত রাসায়নিক ক্যামিক্যাল ব্যবহার, নি¤œমানের রুটি বিস্কুট তৈরী, অস্বাস্থ্যকর পরিবেশ, পঁচা ময়দার খামির, চারিদিকে মশা-মাছি, প্যাকেটর গায়ে কোনো উৎপাদনের তারিখ না থাকায় কুড়লগাছির বাঁধন বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করে। এছাড়া কার্পাসডাঙ্গা ব্রিজমোড়ের হাসিবুর ট্রেডার্সে একই আইনে ৩১ ও ৫২ ধারায় ২ হাজার এবং জসিম স্টোরকে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে জসিম স্টোরের মেয়াদোত্তীর্ণ পণ্য আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ লাইনের চৌকস পুলিশ সদস্যরা।