মাগুরার শ্রীপুরে মনিরুল মীর (৪৫) নামের এক সুদ কারবারির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
মনিরুল চৌগাছি গ্রামের ইসহাক মীরের ছেলে।
এলাকাবাসী জানান, সন্ধ্যায় দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে ধানক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় মনিরুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মনিরুল এলাকায় সুদের কারবারি করতেন।
শ্রীপুর থানার ওসি আলি আহমেদ মাসুদ মাথাভাঙ্গাকে বলেন, কে বা কারা গলা কেটে তাকে খুন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহে আরও আঘাতের দাগ রয়েছে। হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ