আনারসের অফিস ভাঙচুরের অভিযোগ নৌকার বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের কালুপোল বাজারে আনারস প্রতীকের অফিস ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় তার ৪ জন কর্মীর ওপর মারধরের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালুপোল বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের আনারসের অফিসে বসেছিলেন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। অফিসের চেয়ার ভাঙচুর করে তারা খেজুরতলা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে হাফিজুর, আকবরের ছেলে ইছাহক ও বজলুর রহমান বিশ্বাসের ছেলে কালামকে মারধর করে।
এ বিষয়ে আব্দুল মতিন বলেন, আমি নির্বাচনী প্রচারণায় আমার গ্রামে ছিলাম। কালুপোলে আমার অফিসে এলাকার মুরব্বী ও সমর্থকরা বসেছিলো। এ সময় মোটরসাইকেলযোগে তাদের ওপর হামলা করা হয়। আমি শুনেছি রাজু, মানিক, শুকুরের নেতৃত্বে এ হামলা করা হয়েছে। আনারসের প্রতি আতঙ্কিত হয়ে অন্যায়ভাবে তারা এ হামলা চালায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান রাজু বলেন, আমার কোনো কর্মী বা সমর্থক কোথাও হামলা করেনি। গণসংযোগ করার সময় যখন কর্মী-সমর্থক নিয়ে কালুপোল বাজারে পৌঁছায় তখন আনারস প্রতীকের প্রার্থীর অফিস থেকে আমার সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ করে বিভিন্ন কথা বলে। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। ওইসময় আমি পেছনের দিকে ছিলাম। পরে আমি নিজে তাদের শান্ত করি। সেখানে কোনো হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেনি। যদি কেউ অভিযোগ করে থাকে তাহলে সেটা সাজানো নাটক।
তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন বলেন, কালুপোল বাজারে আনারস প্রতীকের প্রার্থীর অফিসে কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে নৌকার প্রার্থীসহ তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।