স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৪ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ দিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৫ জন। গতপরশু রোববার চুয়াডাঙ্গায় মারা যাওয়া দুজনও করোনা আক্রান্ত ছিলেন। ফলে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে সোমবার সন্ধ্যায় ২২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ১৮ জনের নেগেটিভ। ৪ জনের পজেটিভ। ৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের গুলশানপাড়ার একজন, মাস্টারপাড়ার একজন, আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুরের একজন ও দামুড়হুদার একজন। গতকাল নতুন নতুন ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৭ জন ও বাড়ি তথা হোম আইসোলেশনে রয়েছেন ৭২ জন। গতকাল একজনও সুস্থতার ছাড়পত্র পাননি। ফলে জেলায় মোট সুস্থতার সংখ্যা সেই ১ হাজার ৩১৭ জনই রয়েছে। অপরদিকে গত রোববার চুয়াডাঙ্গা দামুড়হুদার চারুলিয়া গ্রামের জাহান আলী ও আলমডাঙ্গা চিৎলার টিপু সুলতান মারা যান। তারাও কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। ফলে মৃত্যু সংখ্য জেলায় বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। এ অবস্থায় গতকাল দুপুরে চুয়াডাঙ্গা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি জরুরিসভায় মিলিত হয়। সভা থেকে জোর দিয়ে বলা হয়েছে, সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া মসজিদ কমিটির মাধ্যমে মসুল্লিদের সচেতন করার উদ্যোগ জোরদার করা হবে। মাস্ক ছাড়া কেউ রাস্তায় হাট বাজারে বের হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে প্রশাসন শক্ত পদক্ষেপ নেবে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ