কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তোরাব আলী ইন্তেকাল করেছেন ( ইন্না.. রাজেউন)। ৪নং ওয়ার্ড তথা হেলাই গ্রামের তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও বর্তমানে পৌর প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এছাড়াও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইদিন আগে গ্যাস্টিকজনিত শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর রাত ১০ টায় কালীগঞ্জ পৌরসভার মেয়রের উপস্থিতিতে যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। গতকাল সোমবার রাত ২টায় যশোর সদর হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন তিনি। তোরাব ডায়াবেটিসসহ নানা জটিল রোগে দীর্ঘদিন যাবত ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। গতকাল সোমবার বাদ জোহর নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি রাজনৈতিক জীবনে হেলাই গ্রাম তথা কালীগঞ্জ পৌর এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারে প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ-৪ এমপি আনোয়ারুল আজীম আনার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু, যুগ্ম- আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি সদরউদ্দীন, সাধারণ সম্পাদক এম এ রউফ, কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাব কালীগঞ্জ উপদেস্টা শিপলু জামান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে জেলা যুব মহিলা লীগের সাথে এমপি ছেলুন জোয়ার্দ্দারের মতবিনিময়সভা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ