আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে জেলা যুব মহিলা লীগের সাথে এমপি ছেলুন জোয়ার্দ্দারের মতবিনিময়সভা
স্টাফ রিপোর্টার: আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহান্নারা খাতুন ও আলিজা খাতুন, সদস্য সচিব শাহান পারভীন, সদস্য চিনি বেগম, গিনি খাতুন, চায়না খাতুন, শিল্পী খাতুন, সুফিয়া বেগম, শিউলী খাতুন, চম্পা খাতুনসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলালীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোছা. আফরোজা পারভীন। সার্বিক সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা শেখ সেলিম, আলো, রতন, শেখ সোহেল, জালাল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের।