স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরের কৃষক ইয়ার আলী ও তাঁর স্ত্রী রোজিনা খাতুন খুনের ঘটনায় পুলিশ নিহত ইয়ার আলীর ভাতিজা মাসুদ রানা, সাবেক স্ত্রী ফেরদৌসী, ফেরদৌসীর বোন শরিফা, শরিফার স্বামী আশাদুল ইসলাম ও প্রতিবেশি জিয়ারুল হককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিহত দম্পতির লাশের ময়না তদন্ত শেষে সন্ধ্যায় গোবিন্দপুর গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, সন্ধ্যায় নিহত ইয়ার আলীর বড় জামাই শহীদুল ইসলাম অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্দেভাজন আটককৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ বলছে, ইয়ার আলী প্রায় ৪০ বিঘা জমির মালিক। নিহতের দুই মেয়ে হীরা খাতুন ও ইতি খাতুনের ধারণা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে। দামুড়হুদা মডেল থানা পুলিশও অভিন্ন দাবি করেন।
দামুড়হুদা মডেল থানা পুলিশ গত রোববার রাতে গোবিন্দপুরের নিজ বাড়ি থেকে কৃষক ইয়ার আলী ও তাঁর স্ত্রী রোজিনা খাতুনের রক্তাক্ত মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয় ।