হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামে পুকুরে ডুবে ৫ম শ্রেণির ছাত্রী লতা খাতুনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর একটার সময় বড় বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বড় বোয়ালিয়া গ্রামের দিনমজুর বিশারত আলীর মেয়ে লতা খাতুন দুপুরে তিন বন্ধুর সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে শিশুকন্যা লতা পানিতে ডুবে যায়। সে সময় পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির লাশ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বাড়িতে এনে রাত ৮টার সময় লাশ দাফন সম্পন্ন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ