মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও দুজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা মাত্র ১৭ জন। নতুন আক্রান্ত ২ জন মেহেরপুর মুজিবনগর উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৬ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৪ হাজার ১৫৫ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬১৪ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৩৪ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৮০ জন, গাংনী উপজেলায় ২০০ জন এবং মুজিবনগর উপজেলায় ৫৪ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। চিকিৎসাধীন বাকি ১৭ জনের মধ্যে সদরে ৭ জন, গাংনীতে ৪ জন এবং মুজিবনগরে ৬ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৪৮ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৫ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।