ঝিনাইদহে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু
ছাত্রলীগের কারণে গোটা ছাত্ররাজনীতিই আজ বিতর্কিত কলঙ্কিত
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে হারুন খা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাই আকমল খাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, সদর উপজেলার কুশাবাড়িয়ায় গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চাচাতো ভাই আকমলের সঙ্গে হারুনের বিরোধ চলে আসছিলো। গত রোববার দুপুর ৩টার দিকে চাচাতো ভাই আকমল কবরস্থানে ফলজ বনজ গাছের চারা রোপণ করছিলেন। ওই সময় হারুন খাঁ বাধা দেন এবং দুজনের মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে চাচাতো ভাই আকমল খা চাচাতো ভাই হারুন খাকে লাঠি দিয়ে আঘাত করে। তখন পরিবারের সদস্যারা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর রেফার্ড করা হয়। সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ৩টার দিকে তিনি মারা যান। মৃত হারুন কুশাবাড়িয়া গ্রামের মৃত জলিল খার ছেলে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনা ঘটার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িত চাচাতো ভাইকে আটক করা হয়েছে।