জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে জীবননগর থানা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে অভিযান চালান। এসময় পুলিশ সাড়ে ৬ হাজার টাকাসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সেনেরহুদা গ্রামের খুনকারের ছেলে বাবু, রুস্তম আলীর ছেলে সাজাহান, তুফানের ছেলে হারুন, কাশেম শেখের ছেলে টিটু, জামাল হোসেনের ছেলে সেলিম, শাবানের ছেলে শহিদুল ও শ্রী শম্ভু দাসের ছেলে রিপন দাস। গ্রেফতারকৃতদেরকে আজ চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ