মেহেরপুর অফিস: ৪ দিনের সফর শেষে সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুরে-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন খুলনার উদ্দেশে মেহেরপুর ত্যাগ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুর সার্কিট হাউস থেকে খুলনার উদ্দেশে রওনা দেন। খুলনায় রওনা দেয়ার প্রাক্কালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে আলাপ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নর্বাহী কর্মকর্তা সুজন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ