মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা কদর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৬) বছর। গতকাল শনিবার সকাল ৭টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিকসূত্রে জানা গেছে, এদিন ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে এদিন বাদ জোহর মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে মেহেরপুর কলেজ মোড়ের পাশের পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার দাফন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে চারবার নির্বাচিত সভাপতি কদর আলীর মৃত্যুতে ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবুসহ শ্রমিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ