হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার মাধপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। মাধবপুর একাদশ বনাম কোটচাদপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে ড্র হয়। প্রধান অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ^াস। এছাড়াও উপস্থিত ছিলেন মাধবপুর বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেমুদ পারভেজ লিকু, জীবননগর ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম, সাংবাদিক আল আমিন, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন। খেলায় মাধবপুর একাদশের অধিনায়ক ছিলেন নাছরুল ইসলাম ও কোটচাঁদপুর একাদশের অধিনায়ক ছিলেন লিটন। ম্যাচ পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান। সহকারী রেফারি ছিলেন মাঈন বিশ^াস ও পাপ্পু বিশ^াস।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ