দামুড়হুদা অফিস:: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে মাথাভাঙ্গা নদীতে নেমে ওয়াজেল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ’র নিখোঁজ হয়েছে। ওয়াজেল হোসেন ঐ গ্রামের মৃতু আশরাফ আলির ছেলে। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার হদিস মেলেনি। অনেকেরই ধারণা তিনি পানিতে ডুবে মারা গেছেন। মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।
স্থানীয়রা জানায় সোমবার সকাল ১০টার দিকে ওয়াজেল হোসেন গ্রামের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন খোঁজাখুজি করে কোন সন্ধান না পেলে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে দর্শনা ফায়ার সাভির্সে খবর দিলে তারা দ্রুত ঘটনা স্থলে পৌছে মরদেহ উদ্ধারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ