কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে এনামুল হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে সাপে কামড় দেয়ার পর ওঝাঁর কাছে নিয়ে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে সোমবার ভোরে মারা যায়।
সর্পদংশনের শিকার শিশু এনামুল কালীগঞ্জ উপজেলার নেয়ামতপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সে নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
এনামুলের বাবা মোক্তার হোসেন জানান, এনামুল রাতে তাদের সাথে একই ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে ছেলের কান্নার শব্দ শুনে উঠে দেখি বিছানায় সাপ। সাপটি এনামুলের হাতে কামড় দিয়েছিল। এরপর ছেলেকে স্থানীয় এক ওঝাঁর কাছে নিয়ে ঝাড়ফুঁক করার সময় ভোরে মারা যায়। অপরদিকে স্থানীয়দের অনেকেই বলেছেন, সাপে কাটার বিষয়টি নিশ্চত হয়েও হাসপাতালে না নিয়ে অসচেতনতার কারণেই ওঝার কাছে নিয়েছে শিশুর অভিভাবকেরা। ওঝাও শিশুকে হাসপাতালে নেয়ার পরামর্শ না দিয়ে তিনি ঝাড়ফুকের নাটক করে শেষ পর্যন্ত শিশুকে মেরে ফেলেছে। আইনগত ব্যবস্থা নেয়া উচিৎ।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক : নতুন আক্রান্ত ৫
এছাড়া, আরও পড়ুনঃ