স্টাফ রিপোর্টার: দেশে প্রথমবার স্বর্ণের মতো রুপার মান অনুযায়ী চার নতুন ক্যাটাগরি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ক্যাটাগরি অনুযায়ী ভালো মানের রুপা ২২ ক্যারেট, এরপর ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে রুপার হিসাব করবে বাজুস। এখন থেকে দেশের বাজারে এ চার ক্যাটাগরিতে রুপা কেনাবেচা চলবে। সংগঠনের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আগে রুপার কোনো ক্যাটাগরি ছিলো না। মান অনুযায়ী ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এই ক্যাটাগরিতেই এখন স্বর্ণের ন্যায় রুপার দামও কমানো বাড়ানো হবে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ