কার্পাসডাঙ্গায় ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে মাদকব্যবসায়ী আব্বাস আলীকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫০ বোতল ফেনসিডিল। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কার্পাসডাঙ্গার কাস্টম মোড় থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঝিনাইদহ র্যাবের একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে ৫টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের কাস্টম মোড়ে অভিযান পরিচালনা করে এক মাদকব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদকব্যবসায়ী আব্বাস আলী (৫০) দামুড়হুদার কুতুবপুর গ্রামের মৃত গোলাম বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেনসিডিল।