স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা শাখার অন্তর্গত ৮টি ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। দীর্ঘ ১৭ বছর পর জেলা কমিটির অন্তর্গত ১৫টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট কমিটির তালিকা প্রকাশ করা হয় গতকাল বৃহস্পতিবার। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৮টি ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ৬০ দিনের মধ্যে এ সকল ইউনিটের অন্তর্গত সকল কমিটি গঠন করে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের কাছে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
গঠিত আহ্বায়ক কমিটিগুলোর মধ্যে জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে কিরণ হাসনাত রাসেলকে ও সদস্য সচিব করা হয়েছে আব্দুল্লাহ আল মাসুদকে। যুুগ্ম আহ্বায়ক ১০জন যথাক্রমে আতিকুর রহমান জ্যাকি, রফিকুল ইসলাম, কামরুজ্জামান সিদ্দিকী জয়, শহীদ আফ্রিদি, শাওন আহমেদ, রিমন মিয়া, সাজেদুর রহমান স¤্রাট, শাহীন হোসেন, সবুজ আহমেদ, মনিরুজ্জামান সাগর। সদস্যরা হলেন মাহাফুজুর রহমান, মশিউর রহমান, আমানুল্লাহ রাজ, আব্দুল আল এজাজ, আরাফাত হোসেন কলিং, সজীব উদ্দীন, অমিত হাসান নাঈম, ইসমাইল হোসেন, ওমর ফারুক। আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের জাহিদ হাসান শুভকে আহ্বায়ক করে সদস্য করা হয়েছে আল ইমরান রাসেলকে। যুগ্ম আহ্বায়ক ১০ জন হলেন যথাক্রমে মাহাবুব হাসান মাবুদ, শামীমুল হাসান সানি, বকুল হোসেন, সাইদুর জামান রাসেল, শাহাবুল রহমান, রকিবুল ইসলাম টগর, জীবন হোসেন, লিটন আলী, রতন আলী। সদস্যরা হলেন যথাক্রমে হারুন অর রশিদ রাহুল, নাসনিন পারভেজ, রাজীব হাসান, হাফিজুর রহমান সাফি, সবুজ মিয়া, তুহিন আলী, এসএম ওয়াসিমুল হক আশিক, রুমন বিশ^াস ও সেজান আহমেদ। জীবননগর ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক করা হয়েছে মনিরুল ইসলামকে। সদস্য সচিব আশিবুব রহমান রোমান। যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইমন আহমেদ, মোরাদ হোসেন, সাদমান সাদেকীন স্বাধীন, শেখ লিমন, সুমন হোসেন, সজ¦ীব আহমেদ, রিমন আহমেদ, এজাজ আহমেদ তন্ময়, মো. রাশেদ ও শুভ আহমেদ। সদস্যরা হলেন, আহসান হাবীব অঙ্কন, সাদবীর রহমান, হাসানুর রহমান আতিক, জাহিদ আহমেদ, নাসিব হোসেন, রাকুল হাসান, ঈমন সুমন, মুক্তার কাজী ও মাসুদ রানা। দর্শনা থানা ছাত্রদল আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম কামরুল হাসান লাবু, সদস্য সচিব হয়েছেন ফরহাদ হোসেন। যুগ্ম আহ্বায়কেরা যথক্রমে মাফিউল ইবনে লিমন, রাসেল হুসাইন রিয়েল, সাজিবুর রহমান সজীব, হাসানুজ্জামান হাসান, সাহিন ইসলাম সুজন, কামরুল হাসান সজীব, সাকিবুল হাসান, তুষার আহমেদ, সুমিত আহমেদ, সামাউল ইসলাম। সদস্যরা হলেন আকিদুল ইসলাম, আমজাদ হোসেন, রাসেল আহমেদ স্বপন, মেহেদী হাসান, সোলায়মান হক, আকরাম হোসেন, শিমুল মিয়া, মেহেদী হাসান (পরানপুর) ও আল আমিন। আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা কমিটির আহ্বায়ক করা হয়েছে আশিকুর রহমানকে। সদস্য সচিব হয়েছেন জাহাঙ্গীর আলম লিমন, যুগ্ম আহ্বায়কেরা হলেন যথাক্রমে শাওন আহমেদ, সুমন আলী, টিপু সুলতান, সাদমান সাদাদ, আহাদ আলী, মামুন উর রশীদ, আল মাহমুদ রাজ, রাসেল আহমেদ, জোনায়েদ ইকবাল নাজির ও নাজমুল হাসান। সদস্যরা হলেন, রোকনুজ্জামান, রিপন আলী, আবু মুসা, মাসুদ রানা, নাঈমুর রহমান জীবন, রোমান আহমেদ, সবুজ উদ্দীন, প্রকাশ কুমার ও সুজন আলী। দর্শনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে ফজলুর রহমানকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশ আহমেদ। যুগ্ম আহ্বায়কেরা হলেন যথাক্রমে মোফাজ্জেল হোসেন মুফা, হুসাইন আহমেদ, সাফায়েত জামিল পাপ্পু, নূরুদ্দিন, আরিফ হোসেন, রাজু আহমেদ, আসিফ হাসান, কামরুজ্জামান, আব্বাস উদ্দীন ও নকিব হাসান পাটোয়ারি। সদস্যরা হলেন হাসান আলী, রনি আহমেদ, সোয়েব আক্তার, অনন্ত ইসলাম, কামরুল হাসান শান্ত, আবুজার গিফারী, আনারুল ইসলাম, নাহিদ পারভেজ ও লিপন মিয়া। দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে আফজালুর রহমান সবুজকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এমডিকে সুলতান। যুগ্ম আহ্বায়কেরা হলেন যথাক্রমে ইমজামাম উল হক, সাগর হোসেন, মোখলেছুর রহমান মুকুল, ইমরান হোসেন, জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রহিম, আবু জাফর তন্ময়, তারিকুল ইসলাম, জিল্লুর রহমান ও ইব্রাহিম হোসেন। সদস্যরা হলেন, সাজিদ উর রহমান, মোহাম্মদ উল্লাহ ফিরোজ, আলফাজ জামান, জাহিদুল আলম, তুহিনুর রহমান সোহাগ, আছির উল্লাহ সণ্টু, আসিব করিম ও শাহনেওয়াজ বিদ্যুৎ। দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন আরাফাত হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মামুন। যুগ্ম আহ্বায়কেরা হলেন যথাক্রমে আামিনুল ইসলাম অমেও, রাসেল আহমেদ, জাকারিয়া দেয়ান তুহিন, হাসিবুল হাসান শান্ত, শাফিউর রহমান সাব্বির, মোহা. রানা, তরিকুল ইসলাম, আব্দুল মুতিক, মেহেদী আলম হৃদয় ও সাইফুর রহমান। সদস্যর হলেন, আরাফ খান মামুন, সাইমনন ইস্তিয়ার আলো, খালিদ সাইফুল্লাহ, তারেক ইসলাম, ফয়সাল আমিন, নাঈম আশরাফ, রোকনুজ্জামান রনি, সহিদুল ইসলাম রিপন ও কাওছার আহমেদ সেতু।