স্টাফ রিপোর্টার : হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গায় নিয়মিত বাজার তদারকি করছে প্রশাসন। কোন ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে বাজার জেলা বাজার তদারকি কমিটি।
আজ বৃহস্পতিবার দুপুরে আকষ্মিক শহরের কাঁচা বাজার তদারকি করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় কোন ব্যবসায়ী যেন পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে তাদেরকে সতর্ক করেন জেলা প্রশাসক।
বাজার তদারকির সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) আবু তারেক, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও এনডিসি আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
আজ চুয়াডাঙ্গার বাজারে ভারতীয় পেঁয়াজ পাইকারি প্রতি কেজি ৬০ টাকা ও দেশী পেঁয়াজ ৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রকার ভেদে যা ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।