মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময়সভা ও ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জ পশুহাটস্থ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান। উপস্থাপনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, মতিয়ার রহমান, ফজলুল হক, ইসলাম উদ্দিন, সানোয়ার রহমান, যুগ্মসাধারণ সম্পাদক লাভলু চৌধুরী মেম্বার, ডাক্তার জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মঈন আহমেদ, আনারুল ইসলাম, মতিন মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু, মিনাজ, আবু তাহের, ইসলাম আনিসুর রহমান, ইসতিয়াক, মনসের আলী, লিপন মিয়া, সিদ্দিক আলী, মিঠুন আলী, সুমন মেম্বার, রবিউল, আবুল কালাম, হাসেম মেম্বার হাসান কবির, সিরাজুল ইসলাম, বিপ্লব, নয়ন, মোস্তফা, আলম, তরিকুল, ছাত্র নেতা রতন, মামুন, মানিক, শুভ, আকাশ, মিল্টন, রনি, ইমরান, বড় মিয়া প্রমুখ। সভা শেষে ৯টি ওয়ার্ডে ৩০টি ফুটবল বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ