সৃজনশীল চিন্তা ভাবনা সৃষ্টির মাধ্যমে জনগনের দৌড়গোড়াই সেবা পৌঁছানোর চেষ্টা করছে সরকার………জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ হবে বিশে^র রোল মডেল। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অর্থনীতি ও কৃষিতে ব্যাপক উন্নতি সাধন করেছে। সৃজনশীল চিন্তা ভাবনা সৃষ্টির মাধ্যমে জনগনের দৌড়গোড়াই সেবা পৌঁছানোর চেষ্টা করছে সরকার। আজ বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভূমি সেবা সহজীকরণ কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন তিনি।
মন্ত্রী আরোও বলেন, সরকার দূর্নীতিতে জিরো টলারেন্স। ডিজিটালাইজেশন সেবার মাধ্যমে মাঠ পর্যায়ে দূর্নীতি বন্ধ করার চেষ্টা করছে সরকার। মেহেরপুর ভূমি অফিস ডিজিটালকরণের মাধ্যমে দিনের দিন অথবা একদিনের মধ্যে জমির পর্চা ও নাম খারিজ পেয়ে যাচ্ছেন ভূক্তভোগীরা। পর্যায়ক্রমে আরোও বিশটি সেবা চালু করা যাচ্ছে। ফলে সাধারণ মানুষের হয়রানী কমবে। বন্ধ হবে দূর্নীতি। এজন্য মেহেরপুর জেলা প্রশাসককে ধন্যবাদ জানান মন্ত্রী। এটি খুলনা বিভাগের সব জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। এ অর্থ বছরে জেলায় যাদের জমি আছে ঘর নেই তাদের প্রায় দেড় হাজার ঘর বরাদ্দ দিতে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন, ভূমি মন্ত্রনালয়ের সচিব ডঃ মাকছুদুর রহমান পাটয়োরী, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমে.এ খালেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের ইান বিষয়ক সম্পাদক অ্যা. পল্লভ ভট্টাচার্যসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মংকর্তা, তৌশিলদার, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুম কনফারেন্সে অংশ নেয়।
এ সময় সরকারে কাছ থেকে ঘর পেয়ে জুম কনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপকারভোগীরা।