আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার শালিকায় অনৈতিক কাজের অভিযোগ তুলে তিন পরিবারের বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষর ও থানায় অভিযোগ করেছেন গ্রামবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগপত্র আলমডাঙ্গা থানায় দায়ের করা হয়। তদন্তের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর। গ্রামবাসীর অভিযোগ, আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের আসমানখালী শালিকা গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল মজিদের মেয়ে বিলকিস খাতুন, আসাদ আলীর স্ত্রী রোজিনা খাতুন ও আইয়ুব আলীর মেয়ে রিতা খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় অনৈতিক কাজকর্ম চালিয়ে আসছেন বলে অভিযোগ তোলা হয়। একাধিকবার সালিস বৈঠকে তাদের অনৈতিক কাজ বন্ধ করার জন্য বলা হলও তা বন্ধ না হওয়ায় তাদের উচ্ছেদের দাবিতে গ্রামবাসী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। গ্রামবাসীর অভিযোগ, নিজেরাসহ বিভিন্ন এলাকা থেকে স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়ে ও যুবতীদের নিয়ে এসে দেহব্যবসা চালিয়ে আসছে ওই তিন পরিবার। প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা দেয়াসহ বিভিন্ন হয়রানি করে থাকে। গ্রামের চিহ্নিত দেহব্যবসায়ী পরিচিত পাওয়া তিন পরিবারকে উচ্ছেদ করে ধ্বংসের হাত থেকে সমাজকে রক্ষার দাবিতে গত বুধবার বিকেলে এলাকার সুশীল সমাজের ব্যানারে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
এছাড়া, আরও পড়ুনঃ