দামুড়হুদা অফিসঃদামুড়হুদার জয়রামপুর সড়কের চায়ের দোকান নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আঃহাই(৬৫) গুরুতর আহত হয়েছে। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত আঃহাই উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে ও দর্শনা আলিম মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকান নামক স্থানে এ দু ঘটনাটি ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আঃ হাই তার বাড়ী থেকে মোটরসাইকেল যোগে দর্শনার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় সে দামুড়হুদার জয়রামপুর চায়ের দোকান মোড় নামক স্থানে পৌঁছুলে দর্শনা গামী একটি ঘাতক ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় আঃহাই পাঁকা রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে বাম হাতের বাহুতে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ঘটনার পর পরই থানা পুলিশ আহতের মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।